নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ের প্লট মালিক সমিতির সভাপতি আবদুল আউয়ালকে মারধরের ঘটনায় মামলা দায়ের।ঘটনাস্থল থেকে আটককৃত শফিউল বশর সুদাকে গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে,তুচ্ছ ঘটনার জের ধরে আটি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে শফিউল বশর সুদাকে গত মঙ্গলবার সন্ধায় একটি দোকানে আটক করে রাখে হাউজিংয়ের প্লট মালিক সমিতির সভাপতি আবদুল আউয়াল ওরফে রড আউয়াল।এ খবর পেয়ে সুদার স্বজনরা ছুটে গিয়ে আউয়ালকে বেধরক মারপিট করে। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আজাদ সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে ৮ টায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে শফিউল বশর ও আউয়ালকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের হস্তক্ষেপে পুলিশ রাতেই আউয়ালকে ছেড়ে দেয়। মারধরের ঘটনায় আউয়াল বাদী হয়ে শফিউল বশরকে আসামি করে যড়যন্ত্র মূলক মামলা দায়ের করে।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার শফিউল বশর সুদাকে আদালতে প্রেরণ করে পুলিশ। তবে সাথে সাথেই আদালত সুদাকে জামিন দিয়ে দেয়।
আউয়াল জানায় ,হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ হবুলের নির্দেশে সুদা দলবল নিয়ে তার দোকানের তালা ভেঙ্গে ফেলে। প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়।
আউয়ালের অভিযোগ অস্বীকার করে হাবিবুল্লাহ হবুল জানায়,আউয়াল হাউজিং এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। সে হাউজিং প্লট মালিক সমিতির স্বঘোষিত সভাপতি বনে গিয়ে নানা অপকর্ম করছে। এলাকার একটি অফিসে দীর্ষদিন ধরে সে তালা বদ্ধ করে রেখেছে। অফিসটি খোলে দিতে বার বার বলার পরও সে খোলেনি।বিষয়টি থানা আওয়ামীলীগৈর সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানকেও অবগত করানো হয়েছে। মজিবুর রহমান তালা খোলে দিতে বললে সে কর্ণপাত করেনি। তাই মঙ্গলবার শফিউল বশরসহ কিছু লোকজন অফিসের তালা ভেঙ্গে ফেললে আউয়াল ছুটে গিয়ে তাদের গালাগালি করতে থাকলে উপস্থিত লোকজন তাকে মারধর করেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে হাবিবুল্লা হবুলের কোন হাত নেই বলে তিনি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,এক সময়ে আউয়ালের নুন আনতে পান্তা ফুরাত। হাউজিংয়ের কর্ণধার হাবিবুল্লাহ হবুলের চামচামি করে সে অবৈধ ভাবে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গিয়ে কিছু দিন আগে আওয়ামীলীগে যোগদান করে এলাকায় মাতব্বরীসহ আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে। হাবিবুল্লাহ হবুলের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে হাবিবুল্লাহ হবুলের সাথেই টক্কর দিচ্ছে আউয়াল।