বিজয় বার্তা২৪ ডটকমঃ
সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় ছাত্রসংগঠনের বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদের আজ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ডেকেছে প্রতিবাদকারীরা।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রইউনিয়নসহ বেশকটি সংগঠন বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ রাবার বুলেট-কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এতে সাংবাদিকসহ আহত হয় অন্তত সাত জন। ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দীসহ কয়েকজনকে আটকও করা হয়। পুলিশ বলছে সুপ্রিমকোর্ট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতেই অ্যাকশ্যানে গেছেন তারা।