নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আজ সংবাদচর্চা সম্পাদক ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র জন্মদিন। আজ ১১ মে ৩৫ এ পা রাখছেন এই তরুণ সম্পাদক। ১৯৮২ সালের ১১ মে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আলিম উল্লাহ ও মাতা ফিরোজা বেগমের সর্বকনিষ্ঠ সন্তান।
২০০৬ সালে প্রথম ছড়ার বই ‘ছক্কা’ বের হয়। এরপর ২০০৯ সালে ‘ছড়ার ঘুড়ি’ ও ২০১৪ সালে ‘সুচিত্রা’ প্রকাশ হয়। ছড়াকার হিসেবে তার পরিচিতি দেশজোড়া। দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিকে তার ছড়া প্রকাশিত হয়েছে। ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে দেশের একটি জাতীয় দৈনিকের পাঠক সংগঠন প্রিয়জন সমাবেশ তাকে টানা তিনবার শ্রেষ্ঠ ছড়াকারের সম্মাননা দেয়।
সম্মাননা ও পুরস্কার প্রাপ্তির তালিকায় আরো রয়েছে- বাংলাদেশ মানব কল্যাণ সোসাইটি পদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান স্বর্ণপদক, ফতুল্লা থিয়েটার পদক, রেনেসা পদকসহ আরো কয়েকটি। এছাড়াও সম্মাননা দিয়েছে বেশ কয়েকটি সংগঠন।
২০১২ সালের ২৬মার্চ তাঁর সম্পাদনা ও প্রকাশনায় বের হয় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদচর্চা। টানা ৪ বছর ধরে সম্পাদনা করে আসছেন দৈনিকটি। এরআগে তাঁর সম্পাদনায় বেরিয়েছে সাহিত্যপত্রিকা- আলোর মিছিল। সম্পাদনা করেছেন আরো কয়েকটি সাহিত্য সাময়িকী।
সাংবাদিকতা জীবন শুরু হয় ২০০১ সালে ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক সমসময়-এ নারায়ণগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালনের মাধ্যমে। এরপর নারায়ণগঞ্জের একটি স্থানীয় দৈনিকে বিভাগীয় সম্পাদক, প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাজ করেছেন জাতীয় দৈনিক ভোরের ডাকসহ আরো কয়েকটি পত্রিকায়। এরপর চলে আসেন ঢাকায়। ২০১০ সালের দেশের প্রাচীনতম দৈনিক সংবাদ-এ নিজস্ব প্রতিবেদক হিসেবে টানা তিন বছর কাজ করেন।
ব্যক্তিজীবনে এক পুত্র সন্তানের জনক তিনি। স্ত্রী সুবর্ণা ও পুত্র আহমদ আব্দুল্লাহ আশিক রাজাকে নিয়েই তার ছোট সংসার।