বিজয় বার্তা ২৪ ডট কম
ভিটামিন ‘এ’ এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে আজ ১৬ জুলাই শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সারাদেশের মতো নারায়ণগঞ্জেও পালন করা হবে। এই ধারাবাহিকতায় ৮.০০ টা বিকেল ৪.০০ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী শিশুদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এর মাসদাইরস্থ কার্যালয়ে র্ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৩ নং ওয়ার্ডের ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী প্রতিটি শিশুর পিতা-মাতাকে তাদের শিশুদের নিয়ে সময়মত উপস্থিত হয়ে র্ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ করেছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।