বিজয় বার্তা ২৪ ডট কম
আজ বিদায় এসেছে,
বসন্ত নবদূতের সুরে
ভোরের দোয়েলর গানে
কলরবে মধুর ধ্বনিতে
ছুয়ে যায়
আমার নিভৃত হৃদয়।
ক্ষুদার অনশনে ,
রাতের আকাশে মৌন তারাগুলো
আচমকা জলন্ত জোঁনাকিতে
হৃদয় স্পর্ষ করে
এক মায়াবী চুম্বনে।
আর ভেসে আসা কথায়
নৈশব্দ্যে ঘেরা মোহনায়
ঘুরে আসি আর বলি
যাক না আরেকটা দিন।
ক্ষুদার কষ্টে,
বেকারত্বের মেথাবী মিছিলের কোলাহলে,
মন ছুয়ে গেছে
নতুন করে বাঁচার স্বপ্নে
সেই কলরব পাখির সুরে
বাসা বেঁধেছে নতুন স্বপ্ন
“আমি নিরাপদে বাঁচব
কর্ম নিয়ে বাঁচতে চাই”।
তবু আজ বিদায় এসেছে
নয়নের অবাধ জল ধারায়,
বিচ্ছেদের সুর বেজে উঠেছে
বিষাদের বিলাপ নিয়ে
মোদের হিয়ায় হিয়ায়
হে বন্ধু!!!
বিদায়, বিদায়,বিদায়!