স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেল ৫টায় মির্জা ফখরুল দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ফখরুলের পরীক্ষা-নিরীক্ষা হয়। মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন মির্জা ফখরুল। দুটি ব্লক থাকলেও ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপাচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।