বিজয় বার্তা ২৪ ডট কম
আজ থেকে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বাসন্তী পূজা শুরু হচ্ছে । আজ রোববার দেবীর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব। বাসন্তী পূজা উপলক্ষ্যে ফতুল্লার পাগলা কামালপুর অস্থায়ী মন্দিরে ১০-তম বার্ষিক সার্বজনীন বাসন্তী পূজা উৎসব শুরু হচ্ছে। দেবী আসছেন এবার গজে। শর্ষ্যপূণ্য বসুন্ধরা বলে জোতিষ শাস্ত্রিরা মন্তব্য করেছেন। পাগলা কামালপুর পূজা কমিটির সাধারন সম্পাদক শ্রী শিবু দাস জানান, ঢাকের বাদন, কাসর ঘন্টা ও শঙ্খের ধ্বনির মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের বাসন্তি পূজা আজ ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে। আগামি সোমবার মহা সপ্তমী ও পরের দিন মঙ্গলবার মহা অষ্টমী ও বুধবার মহা নবমী ও বৃহস্পতিবার বিজয় দশমীর মধ্যদিয়ে প্রতিমা বিসর্জনে বাসন্তী পূজা সম্পন্ন হবে। এবছর দেবীর গমন করবেন ঘোটকে।
এছাড়াও দক্ষিন কেরানীগঞ্জে কোন্ডায় শ্রী শ্রী লোকনাথ মন্দির ও সুরেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে মহামায়া সেবা সংঘের উদ্যোগে এবার প্রথম বাসন্তী পূজা শুরু হচ্ছে।
উল্লেখ্য, পুরাকালে সুরথ রাজা বসন্তকালে এ পূজার আয়োজন করেছিলেন বলে এ পূজাকে বাসন্তী পূজা নামে উল্লেখ করা হয়েছে।