বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউড অভিনেতা ইমরান হাশমির পরবর্তী সিনেমা আজহার। এতে ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দীনের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেইলার।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দীনের জীবনের বাস্তব ঘটনা অবলস্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে ক্রিকেটার আজহারউদ্দীন এবং ব্যক্তি আজহারউদ্দীনের অনেক ঘটনা পর্দায় তোলে ধরা হবে।
আজহার কীভাবে ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন, প্রথম স্ত্রী নওরীন থাকা সত্ত্বেও সঙ্গীতা বিজলানির সঙ্গে তার প্রেম সবকিছুই ফুটিয়ে তোলা হয়েছে সেলুলয়েডে।
আজহারউদ্দীনের প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন প্রাচী দেশাই এবং সঙ্গীতা বিজলানির ভূমিকায় অভিনয় করেছেন নার্গিস ফাখরি। আজহার সিনেমাটি পরিচালনা করছেন টনি ডিসুজা। প্রযোজনা করছেন বালাজি মোশন পিকচার্স। আগামী ১৩ মে মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : আজহার সিনেমাটির ট্রেইলার