বিজয় বার্তা ২৪ ডট কম
একে এম আজমেরী ওসমানকে নিয়ে নারায়ণগঞ্জে নোংরা ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে এম সেলিম ওসমান।
মঙ্গলবার ২৩ মে সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির মত বিনিময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি জানি নারায়ণগঞ্জে যারা জাতীয় পার্টি করেন তারা সবাই ওসমান পরিবার। আপনারা নাসিম ওসমানকে ভালোবাসেন। কিন্তু আমি বলবো শুধু নাসিম ওসমানকেই ভালবাসলে হবে না। তার পরিবারের খবরও আপনাদের রাখতে হবে। আপনাদের প্রিয় নেতার সন্তান নাসিম ওসমানের ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জে নোংরা ষড়যন্ত্র করা হচ্ছে। কেউ কেউ আবার তাকে উস্কানি দিচ্ছে। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ এনে তাকে নারায়ণগঞ্জে খারাপ ভাবে উপস্থাপন করার অপ-কৌশল করা হচ্ছে। কিন্তু ধৈর্য্যের একটা সীমা আছে। আমি এবং শামীম ওসমান সংসদ সদস্য হওয়ার কারনে আমরা কিছু করতে পারছি না। কিন্তু আপনারা কেন প্রতিবাদ করছেন না?
তিনি আরো বলেন, আমি জানি জাতীয় পার্টির নেতাকর্মীদের মনে অনেক দু:খ এবং আমার বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ রয়েছে। আজকে আমি আপনাদের সামনে কাঠগড়ায় দাড়িয়েছি। নারায়ণগঞ্জ জাতীয় পার্টি আমার ভাই নাসিম ওসমানের হাতে গড়া। আপনারা সবাই নাসিম ওসমানের সৈনিক। নাসিম ওসমান আপনাদেরকে যে ভালোবাসা দিয়েছে আমি তার কিছুই আপনাদের দিতে পারি নাই। আমি নাসিম ওসমান হতে পারবো না। হওয়া আমার পক্ষে সম্ভবও নয়। আমার ভাইয়ের মৃত্যু পর আপনারা আমাকে এমপি বানিয়েছেন। আমি আপনাদের মাঝে নাসিম ওসমানকে পাই।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ১ হাজার ৩৫ দিন কাজ করতে পেরেছি। এর মধ্যে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে একটি রাজনৈতিক দলের জ্বালাও পোড়াও আন্দোলনের কারনে। এই দিন গুলোতে আমি যে সকল কাজ করেছি তার কিছুটা রিপন ভাওয়াল আপনাদের শুনিয়েছেন। নাসিম ওসমান নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। বন্দরকে নিয়ে স্বপ্ন দেখতেন। নাসিম ওসমানের মৃত্যু সেই সকল স্বপ্ন অসম্পূর্ন ছিল। আমি নির্বাচিত হওয়ার পর যে কাজ গুলো করতে পেরেছি তার সব গুলোই আপনাদের প্রিয় মানুষটি দেখা স্বপ্ন। আপনাদের প্রিয় নেতার স্বপ্ন গুলো বাস্তবায়নে কাজ করে গেছি। আমি নিজে কোন স্বপ্ন দেখি নাই। তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে গেছে আপনারা আমাকে আর কয়েকটা মাস সময় দেন। আগামী আগস্ট মাসের মধ্যেই সব গুলো স্কুলের কাজ সম্পন্ন হয়ে যাবে। আপনারা আমাকে এই ৩ মাসের সময় দিবেন তো?
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মজিদ খন্দকার, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল হক প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূইয়া, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সোনারগাঁ পৌর জাতীয় পার্টির সভাপতি পিয়ার আলী, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, আড়াইহাজার জাতীয় পার্টির সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা যুবসংহতির আহবায়ক রাজা হোসেন রাজু, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ, জেলা মহিলা দলের সভাপতি আঞ্জুমান আরা বেগম, সাধারণ সম্পাদক আলেয়া বেগম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।