বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নস্থ শামসুজ্জোহা এম.বি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন ‘সুন্দর ও শিক্ষিত সমাজব্যবস্থা গড়ে তুলতে সুশিক্ষার কোন বিকল্প নেই’। তিনি আরও বলেন ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা জাতিকে সঠিক বন্দরে পৌছে দিতে হলে লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে। দেশকে নেতৃত্ব দেয়ার গুণাবলী তোমাদের অর্জন করতে হবে। সুশিক্ষাই কেবল আমাদেরকে সঠিক পথের দেখা দিতে পারে। তাই তোমাদের সবাইকে সুশিক্ষা অর্জনে বেশী মনোযোগী হবার জন্য আমি দৃঢ় আহবান জানাচ্ছি। আর যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা সবাই ভাল ফলাফল করো এই দোয়া করছি’। উক্ত মিলাদ মাহফিলে অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুহিউদ্দিনের সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, সাবেক প্রধান শিক্ষক মোঃ আলম, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, মোঃ আলী, নাসির উদ্দিন, স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত থেকে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। দোয়ায় শিক্ষার্থীদের সফলতার পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর কল্যানে মুনাজাত করা হয়। এ বছর ১৩৯ শিক্ষার্থী অত্র স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।