বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনবহুল সংবাদপত্র স্বাধীনতার অতন্দ্র প্রহরী ‘দৈনিক আজকের নীরবাংলা’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়ীত্ব ভার গ্রহন করেছেন মো: আবদুল্লাহ আল মামুন। শনিবার (১১ মার্চ) সকাল ১১ টায় আজকের নীরবাংলা পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে পত্রিকাটির দায়ীত্ব ভার বুঝিয়ে দেন প্রকাশক ও সম্পাদক এস এম ইমদাদুল হক মিলন।
আবদুল্লাহ আল মামুন ১৯৮০ সনে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব শিহাচর এলাকার সাবেক টিসিবি কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক ও তাহমিনা বেগমের ঘরে জন্মগ্রহন করেন। তিনি ১৯৯৫ সনে বেগম রোকেয়া খ. উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন। পরবর্তীতে সরকারি তোলারাম কলেজ থেকে ১৯৯৭ সনে এইস এস সি ও ২০০৩ সনে ব্যবস্থাপনায় ¯œাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। লেখা-পড়ার পাশপাশি বিভিন্ন পত্র পত্রিকার কাজ করেছেন। ২০০৭ সনে ওতোপ্রতভাবে পবিত্র পেশা সাংবাদিকতায় যোগ দেন । দেশের প্রথম শ্রেনীর বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো,দৈনিক গনকন্ঠ,এশিয়াবানী,একুশের কন্ঠ ও আমাদের কন্ঠ পত্রিকার প্রতিবেদকের দায়ীত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। পরে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রাজপথ বার্তা ও সর্বশেষ দৈনিক আজকের বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়ীত্ব পালন করেছেন দীর্ঘদিন। দায়ীত্ব পালনের সময় অনেক বাধা বিপত্তি পেরিয়ে আপোষহীনভাবে বর্তমানেও দেশ ও দশের কল্যানে নিজেকে বিলিয়ে দেয়ার প্রত্যয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সকলের দোয়া ও সহযোগীতা পেলে দেশ ও জাতির উন্নয়ন ও কল্যানে আরও বেশী বেশী ভূমিকা রাখতে পারবেন বলে তার বিশ্বাস।