বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী সেপ্টেম্বর ও নভেম্বরে পরিস্থিতি অন্য রকম হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ।
বৃহস্পতিবার ( ১৫ মার্চ ) বিকেলে ফতুল্লাস্থ ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফতুল্লা ইউনিয়নের ( ৬,৭,৮,৯ ) নং ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
শামীম ওসমান বলেন, কারন আওয়ামী লীগ সরকার স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের বিচার করেছে । জঙ্গিবাদ দমন করেছেন । আমরা যেমন বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি । তারাও তেমনি তাদের নেতাদের মৃত্যুদণ্ডের দায়ে আমাদের উপর চড়াও হবে । দূর্নীতি দায়ে বিএনপির নেত্রী জেলে তার ছেলে দেশ ছেড়ে চলে গেছে তারাও এর প্রতিশোধ নেয়ার চেষ্টা করবো । বিদেশি ও সাম্প্রাদায়িক শক্তিরা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ।
তিনি আরো বলেন, আগামী সেপ্টেম্বর ও নভেম্বর দেশের পরিস্থিতি অন্য রকম হয়ে যাবে । এর মধ্যে হতে পারে আমি মরেও যেতে পারি । তাই আমাদের কে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । যারা দলের প্রকৃত কর্মী তাদের কে অমূল্য করছে । তাই দলের এই প্রকৃত কর্মীদের আমাদের মূল্যায়ন করতে হবে । গত ৯৬ নির্বাচনে এই ইসদাইরের আপামর জনসাধারণ যে ভাবে আমাকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন । আমি তার ঞ্চন আমি কোনদিন ও শোধ করতে পারবো না । আমি মোটামুটি আমার আসনের কাজ শেষ করেছি। আগামী অক্টোবরের মধ্যে সকল উন্নয়নের কাজ শেষ হয়ে যাবে । এখন আমার একটাই চাওয়া তাহলে একটি মেডিকেল কলেজ । আর সামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়ের কাজ আরম্ভ করা । তাহলে আমি তার আসনের এমপি হিসেবে নিজেকে স্বার্থক মনে করবো ।