বিজয় বার্তা ২৪ ডেস্ক
আগামী শনিবার ২০ ফেব্রুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য এবং স্বাধীনতা পদক (মরনোত্তর) প্রাপ্ত প্রয়াত জননেতা এ কে এম সামসুজ্জোহার ২৯তম মৃত্যুবার্ষিকী।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের নারায়ণগঞ্জের উত্তর চাষাঢায় অবস্থিত বাসভবন ‘হীরা মহল’ সংলগ্ন মসজিদে বিকেল সাড়ে ৪টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে মরহুমের রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব ও শুভাকাংখীদের উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ হতে বিশেষ ভাবে অনুরোধ করছি।