আগামী নির্বাচন হবে আওয়ামীলীগের জন্য ফাইনাল খেলা । তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে । দল ক্ষমতায় আসতে হবে আমি এমপি না হলেও চলবে বললেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ।
বৃহস্পতিবার ( ১৫ মার্চ ) বিকেলে ফতুল্লাস্থ ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফতুল্লা ইউনিয়নের ( ৬,৭,৮,৯ ) নং ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । শামীম ওসমান বলেন, কারন আওয়ামী লীগ সরকার স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের বিচার করেছে । জঙ্গিবাদ দমন করেছেন । আমরা যেমন বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি । তারাও তেমনি তাদের নেতাদের মৃত্যুদণ্ডের দায়ে আমাদের উপর চড়াও হবে । দূর্নীতি দায়ে বিএনপির নেত্রী জেলে তার ছেলে দেশ ছেড়ে চলে গেছে তারাও এর প্রতিশোধ নেয়ার চেষ্টা করবো । বিদেশি ও সাম্প্রাদায়িক শক্তিরা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । তিনি আরো বলেন, আগামী সেপ্টেম্বর ও নভেম্বর দেশের পরিস্থিতি অন্য রকম হয়ে যাবে । এর মধ্যে হতে পারে আমি মরেও যেতে পারি । তাই আমাদের কে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । যারা দলের প্রকৃত কর্মী তাদের কে অমূল্য করছে । তাই দলের এই প্রকৃত কর্মীদের আমাদের মূল্যায়ন করতে হবে । গত ৯৬ নির্বাচনে এই ইসদাইরের আপামর জনসাধারণ যে ভাবে আমাকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন । আমি তার ঋণ আমি কোনদিন ও শোধ করতে পারবো না । আমি মোটামুটি আমার আসনের কাজ শেষ করেছি । আগামী অক্টোবরের মধ্যে সকল উন্নয়নের কাজ শেষ হয়ে যাবে । এখন আমার একটাই চাওয়া তাহলে একটি মেডিকেল কলেজ । আর সামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়ের কাজ আরম্ভ করা । তাহলে আমি ৪ আসনের এমপি হিসেবে নিজেকে স্বার্থক মনে করবো ।
ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মিছির আলীর সভাপতিত্বে ও ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান হাজী শওকত আলী আরোও উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি ইব্রাহিম চেঙ্গিস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল হক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা পরিষদের সদস্য এড. নুর জাহান বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ ।