বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জেন রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার ত্রিশকাউনিয়া এলাকার সাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। দেশের উন্নয়ন দেখে তারা আবারও ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সকল বাধাঁ উপক্ষা করে দেশ এগিয়ে যাবে। এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন সহ এলাকাবাসী।