স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আগামীতে পরীক্ষার সময়সূচি আরো কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময়সূচি আরো কমিয়ে আনার জন্য কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘসময় ধরে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা কাজ করে। এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতাও কামনা করেন।
তিনি বলেন, উচ্চমাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়নি। যারা প্রশ্নপত্র ফাঁস করতে পারে, তাদের কঠিন নজরদারির মধ্যে রাখা হয়েছে।
প্রতিবছরের মতো এবারো শিক্ষামন্ত্রী পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তবে এবার তিনি হলের ভেতরে না ঢুকে জানালা দিয়ে পরীক্ষার পরিস্থিতি দেখেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যে সহিংসতা হয়েছে, তাতে পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, সকাল ১০টা থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন। যা গত বছরের তুলনায় এবার ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন পরীক্ষায়।