স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বস করার প্রতিবাদে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করবেন শিক্ষকরা।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ মানববন্ধন করবেন।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষককে অপমানের ঘটনায় শিক্ষকমহলে নিন্দার ঝড় উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষক জাতি গঠনের কারিগর। এভাবে শিক্ষকদের অসম্মান করা জাতিকে হেয় করার সামিল।