বিজয় বার্তা ২৪ ডট কম
২১ আগস্টের হত্যাকাণ্ড রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এটি একটি বর্বরতম হত্যাকাণ্ড। আমি নিহতদের আত্মার প্রতি সমবেদনা ও মাগফিরাত কামনা করছি।
রবিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনী মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিকুল গানি স্বপনের ৭ম মৃত্যু বাষির্কী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
মির্জা আলমগীর বলেন, দেশে গণতান্ত্রিক সরকার থাকলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের মতো সুন্দরবন ধ্বংসকারী চুক্তি হতো না। দেশে মধ্যবর্তী নির্বাচনের গুঞ্জনকে নতুন ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তীব্র সমালোচনা করেন বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার।
তিনি বলেন, বাংলাদেশর মানুষকে জঙ্গিবাদি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। উগ্রবাদ জঙ্গিবাদ প্রতিরোধের জন্য। এটা কোনো নির্বাচনী বা সরকার গঠনের ঐক্য নয়। কিন্তু একটি মহল এ ঐক্য নিয়ে বিভান্ত্রিমূলক বক্তব্য দিচ্ছে। অল্প কয়েক দিনের মধ্য জাতীয় ঐক্য গঠন সম্ভব হবে।
বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।