বিজয় বার্তা ২৪ ডট কম
প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ একটি বড় দল। এ বড় দলের মধ্যে বিভেদ থাকতেই পারে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে পরাজিত হয়, তাহলে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ পরাজিত হবে, বিএনপির কাছে নয়। আওয়ামী লীগের মধ্যে এতো বিদ্রোহী প্রার্থী যে কারণে আওয়ামী লীগ নিজের ভোট ভাগাভাগি করে পরাজয় টেনে আনে। আজ বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পিরোজপুর উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে অতিথিরা এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পর্যটক কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদুল হক। রাজনৈতিক বিশ্লেষক মোমেন সরকার। এসময় সোনারগাঁওয়ের বিভিন্ন পেশার ব্যাক্তি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। যারা আমাদের বিরোধীতা করেন তারাও স্বীকার করছে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। এখন আর বিদেশীদের মুখাপেক্ষী হতে হয় না। নিজেদের অর্থেই এখন বাংলাদেশ স্বয়ং সম্পন্ন।