বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে বিএনপির এক নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বন্দর থানায় মামলাটি করেন ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. সোহাগ।
মামলায় গ্রেফতারকৃতরা হলেন- বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ পনেছ, সজিব হোসেন, আজিজুল হক রাজিব ও হুমায়ূন কবির বুলবুল।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বন্দরের কবিলের মোড় এলাকায় ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। এতে কার্যালয়ের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা হয়।
বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।