খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে দলকে শিরোপা জিতিয়ে দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান। সোমবার রাত পৌনে ১১টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় উপ ক্রীড়ামন্ত্রী আরিফ খান জয় তাকে অভ্যর্থনা জানান।
দীর্ঘ ৫৫ দিন পর দেশে ফিরলেন কাটার মাস্টার খ্যাত বাঁ-হাতি এ ফাস্ট বোলার।
আগামী শুক্রবারই সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড যাত্রা করবেন মুস্তাফিজ। এর আগে মঙ্গলবার যাচ্ছেন সাতক্ষীরা গ্রামের বাড়ি।
শুরু থেকেই হায়দরাবাদের প্রতি ম্যাচেই মুস্তাফিজ ছিলেন তুরুপের তাস। দেখিয়েছেন তার নৈপূণ্য। তবে টানা ১৫ ম্যাচ খেলার পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। তবে দল জিতে উঠে এসেছিল ফাইনালে।
পুরো টুর্নামেন্টে মুস্তাফিজ বল করেছেন ৬১ ওভার। মোট রান দিয়েছেন ৪২১। ইকোনমি রেট সবচেয়ে ভালো, ৬.৯০। গোটা টুর্নামেন্টে তুখোর বোলিংয়ের কারণে একবার ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন মুস্তাফিজ।
আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর ৮৩.২ শতাংশ ভোট পেয়েছেন। বাংলাদেশের বাঁ হাতি এই বোলারের নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকেশ রাহুলের পক্ষে ভোট পড়েছে মাত্র ৬.৫ শতাংশ।