স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিচারহীনতার সংস্কৃতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতায় ব্লগার বা মুক্তমনাদের হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাজীব হায়দার শোভন স্মরণে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
ইমরান বলেন, ২০১৩ সালের এই দিনে ঘাতকদের নির্মম আঘাতে খুন হয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দার শোভন। রাজীব হত্যা মামলার প্রধান আসামিকে মৃত্যুদ- দিয়েছে আদালত। বাকিদের নামমাত্র কয়েক বছরের সাজা হয়েছে। অন্যদিকে প্রধান আসামিকে আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
এসব ব্যর্থতার কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের স্বেচ্ছায় পদত্যাগের দাবি করে তিনি বলেন, আমরা ন্যায়বিচার পাইনি।
ভবিষ্যতে যাতে কোনো লেখক বা ব্লগারকে খুন হতে না হয়, সে বিষয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানান ইমরান সরকার।
সমাবেশ শেষে রাজীব হায়দার শোভন ও গণজাগরণ মঞ্চের আরেক কর্মী জাফর মুন্সী স্মরণে আলোক প্রজ্জ্বালন করেন।