স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
অসহায় ও দরিদ্রদের আইনি সহায়তা দিতে চালু হলো ‘লিগ্যাল এইড কল সেন্টার জাতীয় হেল্পলাইন’। ১৬৪৩০ নম্বরে ডায়াল করে বিনা মূল্যে পাওয়া যাবে যেকোনো ধরনের আইনি পরামর্শ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জাতীয় হেল্পলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে বিনা মূল্যে আইনি সহায়তা পাবেন দেশের স্বল্প আয়ের ও অসহায় বিচারপ্রার্থীরা।