বিজয় বার্তা ২৪ ডট কম
ঝামেলা যেন পিছু ছাড়ছে না গ্রেট গ্র্যান্ড মাস্তি সিনেমার। অনলাইনে ফাঁস হওয়ায় নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি।
এদিকে সিনেমাটি মুক্তির একদিন আগেই এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন অভিনেতা শাইনি আহুজা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় একজন গৃহপরিচারিকার নাম রাখা হয়েছে শাইনি। এ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনালী রাউত। সিনেমায় পরিচারিকা শাইনির সঙ্গে রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাশানি মাস্তির চেষ্টা করে এবং তাদের একটি গানও রয়েছে।
শাইনি আহুজা নির্মাতাদের কাছে সিনেমা থেকে শাইনি চরিত্রটির সকল দৃশ্য মুছে দেওয়ার দাবি করেছেন। পাশাপাশি এ জন্য নির্মাতাদের ক্ষমাও চাইতে বলেছেন। গ্যাংস্টার সিনেমা খ্যাত এ অভিনেতা বালাজি মোশন পিকচার্স, একতা কাপুর, জিতেন্দ্র এবং মারুতি ইন্টারন্যাশনাল এবং পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
২০০৯ সালে গৃহপরিচালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন শাইনি আহুজা। এরপর ২০১১ সালে তিনি দোষী প্রমাণিত হন এবং তার সাড়ে সাত বছর কারাদণ্ড হয়।