বিজয় বার্তা ২৪ ডট কম
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস)-এর শীর্ষস্থানীয় নেতা আবু বকর আল শিশানি নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠীটির নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘আমাক’।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইরাকের দক্ষিণ মসুলের শিরখাত শহরে এক যুদ্ধে শিশানির মৃত্যু হয় বলে আমাক এক বিবৃতিতে জানিয়েছে। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী আইএসের যুদ্ধমন্ত্রী ছিলেন শিশানি।
ইরাকে যুদ্ধ করার সময় তিনি নিহত হয়েছেন বলে আমাকের পক্ষ থেকে বলা হলেও সিরিয়ায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় শিশানির মৃত্যু হয় বলে গত মার্চে জানিয়েছিল পেন্টাগন। আমাকের পাঠানো’ বিবৃতিটির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।