বিজয় বার্তা ২৪ ডট কম
অয়ন ওসমান ভাই মানুষের কল্যাানে কাজ করেন, তাই তিনি নারায়ণগঞ্জ চালানোর ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার রেজা হিমেল। নিজের ফেসবুক আইডিতে এমনই মন্তব্য করেছেন তিনি
তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো
নারায়ণগঞ্জকে ধ্বংস করতে ছাত্রলীগ ও অয়ন ওসমান ভাইকে নিয়ে এমন অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপ্রচার অয়ন ওসমান ভাইকে ও ছাত্রলীগকে কিছুই করতে পারবে না। তিনি আমাদের আদর্শ ছিলেন আছেন থাকবেন। জনাব অয়ন ওসমান ভাই মানুষের সেবায় কাজ করে চলেছেন। তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাড়ান। তিনি নারায়ণগঞ্জ ছাত্রলীগকে সুসংগঠিত করে রেখেছেন। কেউ তার কাছে সহযোগীতার জন্য গেলে তিনি তার জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেন। আর যিনি মানুষের কল্যানে কাজ করেন তার ছাত্রলীগ কেন পুরো নারায়ণগঞ্জ চালানোর ক্ষমতা আছে।
অয়ন ওসমান ভাই নারায়ণগঞ্জবাসীর কথা চিন্তা করে ডেঙ্গুর মত মহামারী রোগ থেকে রক্ষার জন্য মাস ব্যাপী মশার ঔষধ ছিটানোর কর্মসূচি চালাচ্ছেন। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে এসব কাজ করছেন। তার মত কয়জন এমন কাজ করছেন।
অয়ন ওসমান ভাই এতিমদের সর্বদাই সহযোগীতা করে আসছেন। প্রতি বছর তিনি মসজিদ মাদ্রাসার উন্নয়নে অনুদান দেন। এমনকি অনেক অসহায় গরীব শিক্ষার্থীদের পড়ালেখার খরচ তিনি চালান। অনেকের চিকিৎসা সেবায়ও অয়ন ওসমান ভাই অর্থায়ন অনুদান করেছেন।
তিনি এমনই একজন পিতার সন্তান। যিনি নারায়ণগঞ্জের অনেক বছরেরর কলংক পতিতা পল্লী উচ্ছেদ করে সমস্ত নারায়ণগঞ্জবাসীকে কলংক মুক্ত করেছেন। যিনি নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে সুসংগঠিত করে রেখেছেন। যিনি নারায়ণগঞ্জবাসীর সকল সমস্যায় সব সময় এগিয়ে আসেন। তিনি হলেন জননেতা গরীবের বন্ধু নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। তারই সুযোগ্য সন্তান অয়ন ওসমান।
যার পরিবার ভাষা আন্দোলন থেকে শুরু এদেশের সকল আন্দোলন সংগ্রাম ভূমিকা রেখেছেন সেই পরিবারের সন্তান অয়ন ওসমান। যার প্রতিটি রক্ত বিন্দুতে নারায়ণগঞ্জবাসীর পাশে দাড়ায় সে ব্যক্তি ছাত্রলীগ কেন পুরো নারায়ণগঞ্জ চালানোর ক্ষমতা রাখেন।
অপপ্রচারকারী দালালরা সাবধান হয়ে যান। কারো বিরুদ্ধে অপপ্রচার করার দশবার চিন্তা করে নিবেন। যিনি ভাই, বন্ধু, ছাত্রলীগের প্রতিটি নেতাকমী ও নারায়ণগঞ্জের তরুনদের শেষ আশ্রয়স্থল তাকে নিয়ে এমন অপপ্রচার নারায়ণগঞ্জকে ধ্বংস করার সামিল। আজকে অয়ন ওসমান ভাই ও তার পরিবারের লোকজন যদি বাসায় বসে থাকেন নারায়ণগঞ্জকে জামাত শিবির তথা রাজাকারের সন্তানরা ধ্বংস করে ফেলবে।