বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে অয়ন ওসমানের পক্ষে থেকে নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রী সংসদ’র উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহরের নারায়ণগঞ্জ আইন কলেজ প্রাঙ্গণে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ এড. শাখয়াত হোসেন ভূঁইয়া, উপাধ্যক্ষ এড, রবিউল আমিন রনি, ভিপি-এমএম হাসান, জি. এস. আমজাদ হোসেন, এজিএস, শাহাদাৎ হোসেন, বদিউজ্জামান, মোঃ ইকবাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন, মারুফ ইমন, মো: জহিরুল,রেজাউল, আজমেরি সুলতানা, সিরাজ,শীলা, মরিয়ম, আইরিন, – প্রশান্ত কুমার, ফাতেমা (ইভা), মোবারক, লতা, মনিরা, চম্পা, নিজা, মারিয়া, রাব্বি , শামিম, রাশেদুল, ফুয়াদ, ইরানি , শাম্মি, নিবেদিতা, শাহাদাৎ, সালমা, আকাশ, মরিয়ম, মমিন, মাসুম, সাহারিয়ার, রাজু মোর্শেদ, স্মৃতি, স্বর্ণালী, ঢালিয়া, লোকমান, লামিয়া, আয়শা, সাজ্জাদ, ও সকল বর্ষের ছাত্র ছাত্রী।