বিজয় বার্তা ২৪ ডট কম
ডেঙ্গু প্রতিরোধে অয়ন ওসমানের নিজ উদ্যোগে মাস ব্যাপী মশক নিধনের কর্মসূচির ২য় দিনে ফতুল্লার বিভিন্ন এলাকায় মশার ঔষধ ছিটানো হয়েছে।
শনিবার সকাল থেকে সস্তাপুর, কোতালেরবাগ, গাপতলী, শিবুমার্কেট, কাঠেরপুলসহ বেশ কয়েকটি স্থানে এই মশার ঔষধ ছিটানো হয়। এছাড়া ফতুল্লা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনামূলক দিক নির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শাহরিয়া রেজা হিমেল, সহ সভাপতি, তানজিদ রিয়াদ রিদয়, দপ্তর সম্পাদক রেজওয়ান করিম,ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা, রাকিব, শুভ, সজিব সহ অন্যান্যরা।
হিমেল বলেন, ডেঙ্গু এখন একটি আতংকের নাম। এটি মহামারী আকারে ধারন করেছে। তাই জনগনের কথা চিন্তা করে আমাদের মাননীয় সাংসদ শামীম ওসমানের সুযোগ্য পুত্র জনাব অয়ন ওসমান ভাই নিজ উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন এলাকায় মশার ঔষধ ছিটানো কার্যক্রম হাতে নিয়েছে। তাই তার নির্দেশে আজকে ২য় দিনেও ফতুল্লা আওতাধীন বিভিন্ন মহলায় মশার ঔষধ ছিটানো হচ্ছে।