বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের উত্তরাঞ্চলের কুখ্যাত ত্রাস ও টপ সিটেড মাদক ব্যবসায়ী নূর হোসেন ওরফে ফেন্সি নূর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২ হাজার ১০ সালের ২৮(১২)১০ নং অস্ত্র আইনের মামলার ওয়ারেন্টের বলে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম। তার বিরুদ্ধে অস্ত্র,হত্যা, মাদক, চাঁদাবাজী ও রাহাজানিসহ প্রায় দেড়ডজন মামলা রয়েছে। ধৃত ফেন্সি নূর হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের হরিপুর এলাকার আবদুল করিমের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়,ফেন্সি নূর হোসেন দীর্ঘ দিন ধরে হরিপুর,কুতুবপুর,তাজপুর,মদনপুর,মুরাদপুর ও চানপুরসহ আশ পাশের এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করে আসছে। তার বিশাল একটি বাহিনী রয়েছে। নূর হোসেনের বাহিনী কেবল মাদক ব্যবসাই নিয়ন্ত্রণ করে থাকেনা তার নেতৃত্বে বিভিন্ন সময়ে চুরি,ডাকাতি,ছিনতাই ও রাহাজানি কর্মকান্ড পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার ভোরেই তাকে নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।