স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণিকে (২৭) আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মির্জাপুর ইউনিয়নের সাত নম্বর ভোটকেন্দ্র ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি একটি পিস্তল ও ১৫ রাউন্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগরীর অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তফিজুর রহমান জানান, ছইল্যাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রনিকে একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। তাকে হাটহাজারী থাকায় নেয়া হয়েছে। রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।