বিজয় বার্তা ২৪ ডেস্ক
দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাংবাদিক ও ছড়াকার মোখলেছুর রহমান তোতার পাশে দাঁড়িয়েছে দৈনিক সংবাদচর্চা পরিবার।
মঙ্গলবার বিকালে সংবাদচর্চা’র প্রধান উপদেষ্টা নোহেল আক্তার রাসেল, সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নেয়ামত উল্লাহ তোতার ফতুল্লার পাগলাস্থ বাড়িতে তাকে দেখতে যান। এসময় তারা তোতার চিকিৎসার খোঁজ খবর নেন। তার দ্রুত সুস্থতা কামনা করে এই দৈনিক পরিবারটি।
পরে নোহেল আক্তার রাসেল তোতার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করেন। এবং আরোগ্য লাভ না করা পর্যন্ত চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।
সংবাদচর্চা পরিবারকে পাশে পেয়ে তোতা জানান, আজ আমার খুব ভাল লাগছে। এই সময়ে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।
মোখলেছুর রহমান তোতা সংবাদচর্চায় নিয়মিত লেখক হিসেবে কাজ করেছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে তোতা জানান, আরোগ্য লাভের জন্য দীর্ঘমেয়াদে চিকিৎসা করতে হবে। সেইসাথে বিশ্রামেও থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তোতা আরও জানান, ডা: আব্দুস সালাম এর তত্বাবধানে চিকিৎসা চলছে তার।
তোতা সাংবাদিকতা ছাড়াও নাটক ও চলচিত্রে নিয়মিত অভিনয় করেন। ব্যক্তিজীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক।