বিজয় বার্তা ২৪ ডট কম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের সার্পোটাস ফোরামের ইনবক্সে মেয়েকে বাঁচাতে মায়ের আবেদনে সাড়া দিয়ে তার চিকিৎসার সম্পূর্ন ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বৃহস্পতিবার ২৫ মে বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত কেয়ার জেনারেল হাসপাতালে সরেজমিনে সাধনা রানীকে দেখতে গিয়ে তার চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নেন সংসদ সদস্য সেলিম ওসমান।
এর আগে মেয়েকে বাচাঁতে সাধনা রানীর মা সীমা রানী ফেসবুকে সেলিম ওসমান সাপোর্টাস ফোরামের পেইজের ইনবক্সে গত ২১ মে সেলিম ওসমানের সহযোগীতা চেয়ে একটি আবেদন করে ছিলেন। সাধনা রানী কিডনী রোগে ভুগছিলেন। সে হাজী সিরাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল। সে বন্দর একরামপুর সিটি কলোনী এলাকার স্বাধীন লাল এর মেয়ে। স্বাধীন লাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ঝাড়– দাড়ের চাকুরি করে।
সাধনার মা সীমা রানীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাধনা বাড়িতে খোঁজ নেন এবং তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়ে চিকিৎসার করানোর জন্য সহযোগীতার আশ্বাস দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার সকালে সাধনা রানী কিডনীর ডায়ালেসিস করানোর জন্য শহরের কেয়ার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেলিম ওসমান বিকেলে সরেজমিনে হাসপাতালে উপস্থিত হয়ে সাধনা রানীকে দেখতে আসেন। এ সময় তিনি সাধনার মা বাবার সাথে কথা বলেন।
এর আগে সাধনার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার মা সীমা রানী জানান, কয়েক মাস আগে সাধনা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তার পরীক্ষা করে জানান সাধারণত মানুষের দুটি কিডনী থাকলেও সাধনা মাত্র একটি কিডনী নিয়ে জন্ম গ্রহন করেছে এবং ওই একটি কিডনীও বিকল হয়ে গেছে। তাকে বাচাঁতে হলে তার নষ্ট হয়ে যাওয়া কিডনীটি দ্রুত পরিবর্তন করতে হবে। সামী রানী তার মেয়েকে বাঁচাতে নিজের একটি কিডনী তাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারনে কিডনী পরিবর্তন এবং স্থাপনে যে টাকা প্রয়োজন তা তারা জোগাড় করতে পারছেন না। এমতাবস্থা নিরুপায় হয়ে মেয়েকে বাচাঁনোর আকুতি নিয়ে সংসদ সদস্য সেলিম ওসমানের কাছে সহযোগীতা চেয়ে আবেদন করেছেন।
এদিকে বৃহস্পতিবার সাধনা রানীকে দেখতে গিয়ে সেলিম ওসমান হাসপাতালটির কর্নধার জিএম ফারুককে সাধনা রানীর মা-বাবার সম্মতিক্রমে কিডনী বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্ববধানে সাধনার চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করেন। পাশাপাশি সাধনার জীবন বাচাঁতে কিডনীর অপারেশনে যে পরিমান অর্থ ব্যয় হবে তিনি সেটা বহন করার কথা বলেন।
পরে তিনি কেয়ার জেনারেল হাসপাতালের ও.টি, ডায়াগনেস্টিক সেন্টার, ইসিজি রুম ঘুরে দেখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সেলিম ওসমানের জামাত আখতার হোসেন অপূর্ব, কেয়ার জেনারেল হাসপাতালের স্বত্তাধিকারী জিএম ফারুক, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভঅপতি অমিত লাল, সাধারণ সম্পাদক প্রতাপ সিং সহ সাধনার মা-বাবা সহ প্রতিবেশীরা।