বিজয় বার্তা ২৪ ডট কম
অসহায় এক নারীকে স্বাবলম্বী হতে সেলাই মেশিন দিয়েছে আর্ন্তজাতিক সেবা সংস্থা মুসলিম এইড বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ শাখা। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূইগড়েরর বিধবা নারী হাসি আক্তারের হাতে সেলাই মেশিনটি তুলে দেয়া হয়। মুসলিম এইড বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার কামাল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও আফরোজা আক্তার চৌধুরী। এখানে উল্লেখ্য বিধবা হাসি আক্তারের স্বামী বেশ কিছুদিন পূর্বেই মারা গেছেন। ২ সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা আক্তার চৌধুরী বলেন, মুসলিম এইড বাংলাদেশের মতো যদি দেশের সকল এনজিও ও অন্যান্য সংস্থা সেবা এগিয়ে আসে তাহলে দেশের দারিদ্রতা থাকবে না। দেশ আরো উন্নত হবে। তিনি আরো বলেন, সরকারি উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে সেলাই মেশিন সহ বিভিন্ন প্রশিক্ষন গ্রহনের সুযোগ রয়েছে। তিনি নারীদের এগিয়ে আসার আহবান জানান। সভাপতির বক্তব্যে কামাল আহাম্মেদ বলেন, মুসলিম এইড বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ শাখার শুরু থেকেই এ পযর্ন্ত নারী ও পুরুষদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কৃষি, কুটিরশিল্প, ডেইরি, পোল্ট্রী, মৎস্যসহ বিভিন্ন খাতে সহজ শর্তে ঋন বিতরণ করছে