খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
লিওনেল মেসিকে ছাড়াই অলিম্পিক ফুটবলে সোনা জয়ের লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। আগামী আগস্টে ব্রাজিলে হতে যাওয়া অলিম্পিক গেমসে বার্সেলোনা ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়ার কথা জানালেন আর্জেন্টিনা কোচ জেরার্ড মার্টিনো।
আগামী জুন থেকে নভেম্বর পর্যন্ত বেশ ব্যস্ত সূচি রয়েছে আর্জেন্টিনার। জুনে যুক্তরাষ্ট্রে বসবে শততম কোপা আমেরিকার মেগা আসর। আগস্টে অলিম্পিক গেমস।
এরপর সেপ্টেম্বর থেকে নভেম্বরে পর্যন্ত রয়েছে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। অলিম্পিকে তাই মেসিকে বিশ্রাম দেওয়ার কথা বললেন মার্টিনো। তবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইপর্বে খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
আর্জেন্টিনার একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনো বলেন, ‘মেসি অলিম্পিক গেমসে খেলতে যাচ্ছে না। আমাদের একটানা কোপা আমেরিকা, অলিম্পিক গেমস এবং বিশ্বকাপ বাছাইপর্ব আছে।’
আর্জেন্টিনা কোচ আরো বলেন, ‘আমি জিততে চাই, কিন্তু যেকোনো মূল্যে নয়। ফুটবলারদের মাঠে ছুঁড়ে দেব মরার জন্য, এমন কোচ আমি নই। আমি জানি সামনে এখন অনেক খেলা। ওর (মেসি) বিশ্রাম প্রয়োজন।’
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মেসির নেতৃত্বেই সোনা জিতেছিল আর্জেন্টিনা।