নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
অর্থের অভাবে তিন বছরেও পূর্নতা পায়নি ফতুল্লার দাপা শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীণ শহীদ মিনারটি। স্থানীয় যুবকদের উদ্যোগে এই শহীদ মিনারের কাজ শুরু হলেও তা অর্ধেকে এসে থেমে যায়। এর পর থেকে এর নির্মাণ কাজ আর সামনে অগ্রসর হয়নি। বর্তমানে অপূর্নতা নিয়েই দাড়িয়ে আছে এই শহীদ মিনার। এর সরকারের শেষের দিকে দাপা শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়(পথকলি) প্রতিষ্ঠিত হলেও এই বিদ্যালয়ে সরকারী উদ্যোগে নির্মাণ হয়নি শহীদ মিনার। প্রায় ২৩ বছর পর স্থানীয় যুবকরা বিদ্যালয়ের মাঠে শহীদ মিনার নির্মানের উদ্যোগ গ্রহন করে। স্থানীয়দের মতে, সরকারের সহায়তা পেলে এই শহীদ মিনার নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব। এ জন্য তারা সাংসদ শামীম ওসমান, জেলা প্রশাসক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর পূর্বে দাপা শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয় তুষার আহমেদ মিঠু, সেলিম আহমেদ, আক্তার হোসেন খোকন, মাহ আলম, মনির, রমজান, আলামিন, রাব্বিসহ বেশ কিছু যুবক। নিজ অর্থায়ানে শহীদ মিনার নির্মান কাজ অনেক দূর পর্যন্ত এগিয়ে নেয় তারা। এক পর্যায় এসে অর্থের অভাবে শহীদ মিনার নির্মান কাজ বন্ধ হয়ে যায়। আর এ ভাবে তিন বছর অতিবাহিত হলেও শহীদ মিনার নির্মান কাজ সম্পন্ন করার জন্য। অর্থনৈতিক সহায়তা করতে কেউ এগিয়ে আসেনি। শহীদ মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করতে সাংসদ শামীম ওসমান, জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয়রা।