বিজয় বার্তা ২৪ ডেস্ক
অাচ্ছা শোনো! তুমি অাজ চাঁদ দেখেছ
কি নরম অাভা গায়ে লাগা ;
তুমি কি অনুভব করতে পারো
পূণম অালো লাগোয়া জোছনা।
ঐ যে কান পেতে শোনো –
পাখির বাসায় গল্পের অাসর বসেছে
মা পাখিটা ডানার নিচে ছানা গুলোকে
ঊষ্ণ ভালোবাসায় অাপন করেছে।
মনটাকে একটু স্থির করবে!
এত ভয় কেন তোমার;
এইত পাশেই অামি সারাক্ষণ।
পরশপাথরের মত তোমাকেও –
ছুঁয়ে দিতে ইচ্ছে হয় একটিবার।
দেখো! অামি কত কাছে
তবুও তোমার বুকে কান লাগিয়ে
স্পন্দন শুনতে পাই না।
এটাই বুঝি কালের ঘড়ি অামার
সে কবে থেকে ধান শালিকের মত
ছটফট করে যাচ্ছি,
ক্ষুদে প্রাণটা বের অার হয় না।
তুমিই বলো! অামাদের তৃষিত প্রাণ
মিলবে কি করে তবে!
অার কত ক্রোশ পথ পেরোলে
পায়ের গ্যাঙ্গ্রীণ সারা দেহে ছড়াবে;
অামার অার ভাল লাগে না।
জানো তো, অাধেক জীবন টা বড়ই যন্ত্রণা দেয়
হঠাৎ ভাবি নিজেই শেষ হয়ে যাই
অপেক্ষার প্রহর অার কত গুণব!
মাটির সাথে তো বহুদিনের বন্ধুত্ব অামার
অাজন্ম সে অামায় অাপন করে রাখবে
নিরুপম ভালোবাসায় কাছে টেনে নিবে।