বিজয় বার্তা ২৪ ডট কম
অবৈধ ইজি বাইক আটকে বিশেষ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ। রবিবার (১২ মার্চ) শহরের প্রধান প্রধান সড়তে প্রবেশ নিষেদ থাকা সর্তেও প্রবেশ করায় একটি অভিযানে ১৩টি ইজিবাইক আটক করা হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক একেএম শরফুদ্দিনের নেতৃত্বে এবং ট্রাফিক এএসআই তবিবর রহমানের সহযোগিতায় শহরের কালির বাজার, নিতাইগঞ্জ, ডিআইটি সহ বিভিন্ন এলাকা থেকে ১৩টি ইজি বাইক আটক করা হয়।
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের পরিদর্শক একেএম শরফুদ্দিনের জানান, শহরের প্রধান প্রধান সড়কে ইজিবাইকের প্রবেশ নিষেধ রয়েছে। নিষেধ থাকা সর্তেও তা মানা হচ্ছে না। বিভিন্ন অজুহাতে প্রবেশ করছে, কিন্তু এই ইজিবাইকের কারনেই বেশি দূর্ঘটনা ঘটে থাকে।
পরবর্তিতে রেকার বিল আদায় করে ইজিবাইক চালকদের মুছলেকা দিয়ে ছেরে দেওয়া হয়।