বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
চিন্তায় পড়েছেন সোনম কাপুর। কোন ছবিই হাতে নেই তার! আর তাতেই অবসাদে ভুগছেন নায়িকা। ‘নীরজা’ ছবির পর বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোনম। কিন্তু এখন তার হাত ফাকা। সোনম বলেন, ‘‘নতুন কোন ছবিতেই সই করিনি। আর এর জন্য রীতিমতো অবসাদে ভুগছি।’’
সোনম বরাবরই ছবির জগতে অভিনেতা-অভিনেত্রীর সমান অধিকারের কথা বলেন। এমনকি, তিনি চান নারীকেন্দ্রিক ছবির সংখ্যা বাড়ানো হোক। ‘নীরজা’ নারীকেন্দ্রিক ছবিই ছিল। পরবর্তীকালেও তিনি এই ধরনের ছবি করতে বেশি আগ্রহের কথা জানিয়েছিলেন।