স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
অবশেষে নিখোঁজ হওয়া সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সন্ধান পাওয়া গেছে। তানভীর জোহার চাচা মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলাবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তানভীরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
তিনি জানান, গভীর রাতে এয়ারপোর্ট এলাকায় উদভ্রান্ত অবস্থায় তানভীর ঘুরছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করে পরিবারের কাছে দিয়ে যায়।
গত বুধবার মধ্যরাতে ঢাকা সেনানিবাস এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে জোহা ও তার বন্ধুকে আলাদা গাড়িতে তুলে নেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তানভীর হাসান জোহা, যিনি তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইনসাইড বাংলাদেশ ফাউনডেশনের ভাইস চেয়ারম্যান।
রিজার্ভ চুরির ঘটনায় তিনি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশের ইঙ্গিত দেন। এরপরই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি।
পরিবারের সদস্যরা এ বিষয়ে আইনি সহায়তা চাইতে গেলে ৩ থানার পুলিশ ঘটনাস্থল তাদের এলাকায় নয় বলে ফিরিয়ে দেয়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম থেকেই তাকে আটকের বিষয়টি অস্বীকার করে আসছিল।