বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বিএনপি- জামায়াতের ডাকা অবরোধে নাশকতার চেষ্টাকালে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ৷ সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে পাঁচটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে তাদেরকে আটক করা হয়৷ আটকেরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ করিম ও বিএনপি নেতা মো. আবু তালেব ওরফে বাবু৷ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সানারপাড়ের পিডিকে পাম্পের সামনে জড়ো হয়ে নাশকতার চেষ্টা করছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম সমর্থিত নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়৷ ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুই নেতাকে আটক করে পুলিশ৷ পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আটক ওই দুই বিএনপি নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ৷