বিজয় বার্তা ২৪ ডট কম
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দুপুর ৩ টায় বিকেএমইএ এর কার্যালয়ে অন্তিম গার্মেন্ট এর ৪০৮ জন ছাটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোথ করেছেন গার্মেন্ট মালিক কর্তৃপক্ষ।
এসময় অন্তিম গার্মেন্ট এর ৪০৮ জন ছাটাইকৃত শ্রমিকদের সর্বমোট ৭৫ লাখ বকেয়া বেতন পরিশোধ করা হয়।
বকেয়া বেতন পরিশোধে উপস্থিত ছিলেন বিকেএমই এর সহ সভাপতি(অর্থ) জি এম ফারুক, অন্তিম গার্মেন্ট এর ওভারসীজ ডাইরেক্টর মাসুদ আহমেদ চৌধুরী মজনু, বিকেএমইএ এর কর্মকর্তাবৃন্দ ও অন্তিম গার্মেন্ট এর কর্মকর্তাবৃন্দ, শিল্প পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।
বিকেএমই এর সহ সভাপতি(অর্থ)জিএম ফারুক বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশের সবচেয়ে বড় নীটওয়্যার শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী ও জঙ্গীবাদ দ্ধারা গার্মেন্টস শিল্পের অশান্তি সৃষ্টি করছে এবং সাধারণ শ্রমিকদের দিয়ে গার্মেন্টস শিল্পের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অস্থিতীশীল তৈরী করছে। বাংলাদেশে আরএমডি এর ৮২ ভাগ অর্থ উপার্জন হয় নীট ওয়্যা্র শিল্প থেকে আর এই নীটওয়্যার শিল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ একটি অনিশ্চিত রাজ্যে পরিনত হবে। ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই মোতাবেক আমাদের বিকেএমই এর সভাপতি একে এম সেলিম ওসমান ও কাজ করে চলেছেন। আমাদের মূল লক্ষ্য আগামীতে গার্মেন্টস শিল্পে চায়নাকে টপ কিয়ে প্রথম দিকে এগিয়ে যাওয়া আর সেই লক্ষ্যেই মাননীয় এমপি সেলিম ওসমানের নেতৃত্বে আমরা কাজ করছি। আশা করছি আমরা লক্ষে পৌছাবো।
উল্লেখ্য, নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানের উদ্যোগে গত বৃহস্পতিবার ২১ জুলাই দুপুরে বিকেএমইএ এর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে সমন্বিত সভায় ছাটাইবকৃকত শ্রমিকদের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমঝোতার ভিত্তিতে মানবিক বিবেচনায় চাকুরিচ্যূত করা শ্রমিকদের শ্রম আইনের ধারার উর্ধে এসে তাদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত গৃহিত হয়। বিকেএমইএ নেতৃবৃন্দ, গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ, শিল্প উদ্যোক্তা সহ শিল্প পুলিশ ও জেলা পুলিশের উপস্থিতিতে সমন্বিত সভাটি অনুষ্ঠিত হয়।