বিজয় বার্তা ২৪ ডট কম
যারা মনে করেন আমি আপনাদের উপর ভরসা করে চলি তাদের উদ্দেশ্যে বলি, না আমি কারো উপর ভরসা করি না। আমি কোরআন শরীফের আয়াতের উপর ভরসা করি যেখানে বলা আছে আল্লাহই আমার জন্য যথেষ্ঠ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি তার উপর ভরসা করি। কোথায় কথা বলতে হয় সেটা আমি জানি আর কিভাবে কথা বলতে হয় সেটাও আমি জানি। আমি কিছু শিখেছি কোরআন শরীফ থেকে, যারা বোঝার তারা বুঝে নিবেন। আল্লাহ তা’আলা বলেছেন দোষ গোপনকারীকে আল্লাহ পচ্ছন্দ করেন। তাই অনেকের দোষ জানি কিন্তু প্রকাশ করি না এবং করবো না। আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করাকে আমি পচ্ছন্দ করি তাই আমি ধৈর্য ধারণ করি। আল্লাহ কিন্তু এটাও বলেছেন যে, এক গালে থাপ্পড় দিলে তারা পাল্টা থাপ্পড় দেয়ারও অনুমতি আছে।
শনিবার(০৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চাষাড়া নবাব সলিমূল্লাহ সড়কে অনুষ্ঠিত সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান একথা বলেন।
আরো পড়ুন : শামীম ওসমান কাঁদলেন এবং কাঁদালেন লাখো জনতাকে!
তিনি বলেন, অনেকেই আজকে জিজ্ঞেস করছে মিটিংটা কেনো? কারো বিরুদ্ধে কী যুদ্ধ করবেন? আরে ভাই কার বিরুদ্ধে যুদ্ধ করবো! এরা তো আমার ভাই হয়। প্রশাসন সরকারের অংশ। প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করা শামীম ওসমানের কাজ না। এমন কোনো কাজ শামীম ওসমান করে না যে কাজ করলে সরকার, দল এবং দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আজকের মিটিং অন্যকোনো বিষয়ে না । যখনি শুনেছি জননেত্রী শেখ হাসিনা দেশের ব্যবসায়ীদের সচেতন হতে বলেছেন, দেশের বাইরে নাকি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তখনই আমরা একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মিটিং ডাকতে হবে।
তিনি আরো বলেন, একটি এনজিও আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে মিলে কাজ করে। গত কোরবানির ঈদে তারা মাংস দেবার নাম করে রোহিঙ্গা দের অস্ত্র বিতরণ করে আসছে তারা । বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ অন্য কোনো দেশে নাই। যেখানে কোনো বর্ণবাদ নাই যেখানে হিন্দু,মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা ভাই ভাই। সেই সম্প্রীতিকে নষ্ট করতে প্রিয়া সাহা নামের এক মহিলা আমেরিকার প্রেসিডন্টের কাছে অমুক-সমুক বানিয়ে নালিশ করেছে। কে পাঠায় এদের? ঢাকার মধ্যে বসে ডা. কামাল সাহেবরা বিদেশীদের সাথে মিটিং করতেছেন। কিন্তু কেন এই মিটিং ? এই দেশের মালিক কি বিদেশীরা? মোটেও না । এদেশের মালিক একশোতে একশো ভাগ এদেশের জনগণেরাআমাদেরকে প্রস্তুত হতে হবে। নারায়ণগঞ্জের মানুষকে প্রস্তুত হবে। গায়ে চর্বি জমালে হবে না অতীতে যেভাবে লাখো জনতা গেছে ঠিক একই ভাবে শেখ হাসিনার ডাকে অপশক্তির বিরুদ্ধে কিংবা কোনো ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তাহলে ৭১’র চেতনাকে সামনে রেখে আমাদের মাঠে নামতে হবে।
এইসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল,যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ সভাপতি চন্দন শীল, এড. ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সোনারগাঁ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, মহানগর মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক ও নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, নাসিক ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল, নাসিক ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু, নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, নাসিক ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানি, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।