বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
একসময় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে কোহলির সম্পর্ক ছিল বলে চর্চিত হয়। সেলকন-এর বিজ্ঞাপনে কোহলির সঙ্গে দেখা গিয়েছিল তামান্না ভাটিয়াকে। তামান্না সুন্দরী। বুদ্ধিমতীও বটে। ২০১২ থেকে কোহলি ও তামান্নার সম্পর্ক শুরু। একবার একটি আইপিএল ম্যাচের আগে কোহলি তার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলবল নিয়ে তামান্না ভাটিয়া অভিনীত ছবি ‘হিম্মতওয়ালা’ দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। সেই ছবি দেখে কোহলি অত্যন্ত হতাশ হন। বিরতিতেই তামান্না ভাটিয়াকে ফেসবুকে আনফ্রেন্ড করে দেন কোহলি।
নিন্দুকেরা অবশ্য অন্য কথা বলে থাকেন। বিরাট ও তামান্নার মাঝে চলে এসেছিলেন ব্রাজিলীয় সুন্দরী ইজাবেলে। রাজ পুরোহিতের ছবি ‘সিক্সটিন’-এ অভিনয় করার জন্য সেই সময়ে সই করেছিলেন ইজাবেলে। প্রায় বছর দেড়েক মতো ভারতে ছিলেন ব্রাজিলীয় সুন্দরী। কোহলির সঙ্গে প্রথমটায় বন্ধুত্ব, পরে সেই বন্ধুত্ব গড়ায় আরও দূর পর্যন্ত। সিঙ্গাপুরে বিরাট ও ইজাবেলেকে ডেটিং করতেও দেখা যায়। প্রতিটি গসিপ ম্যাগাজিনের প্রচ্ছদে কোহলি ও ইজাবেলের প্রেম নিয়ে চর্চাও হত। এতে লাভের লাভ হয় ইজাবেলের। যথেষ্ট পাবলিসিটি পেয়ে যান তিনি। কিন্তু কোহলির সঙ্গে বেশিদিন সম্পর্ক টেকেনি ইজাবেলের। তার পরেই অনুষ্কার নাম জড়িয়ে পড়ে কোহলির নামের সঙ্গে।