বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সময় ৪ ঘন্টার পরিবর্তে সাড়ে ৩ ঘন্টা করার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা সম্মান (অনার্স) ছাত্র ছাত্রীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময়ে মানব বন্ধনে তুরাগ হোসেন বলেন, সরকার হঠাৎ করে সম্মান(অনার্স) পরীক্ষার সময় ৪ ঘন্টার পরিবর্তে সাড়ে ৩ ঘন্টা সময় সীমা নির্ধারণ করেন। আমার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে পরীক্ষায় আমরা ৪ ঘন্টায় লিখে শেষ করতে পারি না তা কিভাবে সাড়ে ৩ ঘন্টায় লিখবো। সাধারণ শিক্ষার্থীরা এক মিনিট সময়ের জন্য পরীক্ষার প্রশ্ন না লিখতে পাড়ায় ফেল করে। আজ সারাদেশে একযুগে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পালন করছে। আগামী ২৪ই আগস্ট তারিখে সকল বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি করবে। আর যতদিন পর্যন্ত পরীক্ষার সময় বাতিল না করবে আমরা সাধারণ শিক্ষার্থীরা এর বাতিলের দাবীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।
উক্ত বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখেন- অনিক সাহা, ব্যবস্থাপনা বিভাগ, ৩য় বর্ষ, নারায়ণগঞ্জ কলেজ। তুরাগ হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষ, নারায়ণগঞ্জ কলেজ। মোহাম্মদ আসিফ হাসান, অর্থনীতি বিভাগ, ৩য় বর্ষ, সরকারী তোলারাম কলেজ। লামিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষ, নারায়ণগঞ্জ কলেজ। শায়েলা, বাংলা বিভাগ, ৩য় বর্ষ, সরকারী মহিলা কলেজ। মোহাম্মদ তুহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষ, নারায়ণগঞ্জ কলেজ। ফয়সাল হাসান, ব্যবস্থাপনা বিভাগ, ৩য় বর্ষ, কদম রসূল ডিগ্রী কলেজ। শারমিন, ৪র্থ বর্ষ, সোনারগাঁও ডিগ্রী কলেজ। সমাবেশের সভাপতিত্ব করেন সজিব শরীফ, সভাপতি,ছাত্র ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা সংসদ এবং ব্যবস্থাপনা বিভাগ, ৪র্থ বর্ষ, সরকারী তোলারাম কলেজ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।