নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের অনন্ত হুয়াশিং লিঃ নামক গার্মেন্টসের ১৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে গার্মেন্টস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বরখাস্তের নোটিশ ইপিজেডের প্রধান গেটে ঝুলিয়ে দেওযা হয়েছে।
জানা যায়, গত ১৪ মার্চ কারখানার মধ্যে সুপারভাইজারকে মারধরসহ অরাজকতা সৃষ্টিসহ নানা অভিযোগ এনে গার্মেন্টসের শ্রমিক আসাদুল, মোঃ বশির, মোঃ সাখাওয়াত হোসেন, আরিফুল ইসলাম,শাহআলম,শহিদুল,মাহবুব আলম, নুরুল ইসলাম,সিরাজুল ইসলাম,অলিউল্লাহ,মিরাজ হোসেন,আমিনুর রহমান, রাসেল মিয়া, জামাল উদ্দিন, নূরে আলম,রফিকুল ইসলাম,ইদ্রিস আলী,খায়রুল ইসলাম, ও রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়।
গার্মেন্টসের ম্যানেজার (প্রশাসন) সৈয়দ ফজলে মুনীর ইয়াহ-ইয়া স্বাক্ষরিত এক নোটিশে ওই ১৯ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বরখাস্তকৃত শ্রমিকদের কাছে ঘটনার দিনের প্রকৃত ঘটনার সন্তোষজনক ব্যাখা প্রদান না করলে স্থায়ীভাবে তাদেরকে বরখাস্ত করা হবে বলে নোটিশে জানানো হয়েছে। কারখানাটি গত ১৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় ইতিপূর্বে সিদ্দিরগঞ্জ থানায় কারখানা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ৪ শ্রমিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে।