বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন রহ. ছিলেন একজন সর্বজন নন্দিত নেত ও সর্বমহলের আস্থাভাজন। তিনি রাজনীতিক অঙ্গনে ছিলেন অতুুলনীয়। কিংবদন্তী এ নেতার জীবনকর্ম আমাদের জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে।
আজ ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার সকাল ১০টায় নগর কার্যালয়ে মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন রহ. এর রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সহ-সভাপতি মুহা. নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুহা. আমির হোসেন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি ডা. মুহা. মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের সভাপতি আলহাজ¦ শেখ হাসান আলী, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. ইমদাদুল হক প্রমুখ, শহর শাখার সেক্রেটারি আ. রহমান রোমান, বন্দর থানার সেক্রেটারি মুহা. রফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতি আরও বলেন, তিনি সর্বমহলে একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। সমাজের সর্বস্তরের মানুষ যেকোন সমস্যায় তার স্মরণাপন্ন হতেন। তিনি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন। রাজনৈতিক মহলে ছিল তার ব্যাপক জনপ্রীতি। সকল রাজনীতিকদের সাথে ছিল সুসম্পর্ক। আলোচনা শেষে কুরআন তিলাওয়াত ও মুনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়।