স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিভিন্ন মন্ত্রণালয়ের ৮৩ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এ ছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিবসহ জনপ্রশাসনে ৫ সচিবের দপ্তর বদল হয়েছে। একই সাথে একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সচিবের দপ্তর বদলসহ পদোন্নতির পৃথক আদেশ জারি করা হয়েছে।
আদেশে রাষ্ট্রপতির একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসা সম্পদ বড়ুয়াকে তার কার্যালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আর এ পদে থাকা সচিব ভূইয়া শফিকুল ইসলামকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব বেগম কানিজ ফাতেমা-এনডিসিকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) এম মোজাম্মেল হককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অধীন পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক বেগম জুয়েনা আজিজকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) পদে নিয়োগ দেওয়া হয়েছে।