বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার প্রতিদিনই মনে হয় আমি মারা যাবো। প্রতি রাতে সব নামাজ শেষে শোকরানা নামাজ পড়ি আজকের দিনটা বাঁচলাম বলে। শামীম ভাই বলে স্লোগান দেয়ার দরকার নেই, মা বাবার সেবা করুন।
বুধবার (১৭ আগষ্ট) ফতুল্লায় জাতীয় শোক দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, যে এলাকা থেকে বড় হয়েছি সেখানকার প্রতি দায়িত্ব আছে। নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নিজ এলাকা পরিষ্কার না থাকলে সে দুর্গন্ধ কী আপনার ঘরে আসবে না? আসবে। আওয়ামী লীগ করার দরকার নেই। দেশের জন্য একটা ভাল কাজ করুন। একটা গাছও যদি লাগান কাজে দিবে। মাদকের পেছনে টাকা নষ্ট না করে দুশ টাকার পোনা মাছ কিনে নদীতে ছেড়ে দাও।
তিনি আরো বলেন, অক্টোবর থেকে মাঠে নামব। জানি না কে ভাল কে খারাপ। আমার সামনে সবাই ভাল সাজে। চুপচাপ এলাকায় এলাকায় একা গিয়ে রাতে খবর নিব। যখন মারা যাবো মানুষ যখন বলবে আল্লাহ তাকে মাফ করে দিও, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই আমার। ক্ষমতায় থাকলে অনেক ফুলের মালা পাবো। মাটির নিচে গেলে শুধু দোয়া।
দানকে আল্লাহ ভীষণ পছন্দ করেন। কোরআনে বারবার লেখা আছে দাও, দাও। কতগুলো মানুষ এখানে আছে। কেন, কিছু চাল দিবেন তাই। আজ এখানে আছেন আখিরাতে হয়ত আপনি জান্নাতে ভাল জায়গায় বসে থাকবেন, আমি পাবো না। দুনিয়ায় কিছুই থাকবে না। ভেলকিবাজি করে লাভ নেই।
শেখ হাসিনা একজন এতিম মহিলা। আপনারা তার জন্য দোয়া করবেন। তার স্বপ্ন প্রতিটা মানুষের মাথায় ছাদ থাকবে পেটে ভাত থাকবে। আল্লাহ যেন তাকে হায়াৎ দেন। তিনি যেন বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে পারেন।