বিজয় বার্তা ২৪ ডট কম
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমদিত নারায়নগঞ্জ সদর উপজেলার অর্ন্তগত সুমিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি বেহাল দশা সহায়তার আহবান জানিয়েছেন কর্মরত ডাক্তাররা। এখানে মা ও শিশুর সেবা প্রদান, গর্ভবর্তী মহিলাদের সেবা প্রদান, নরমাল ডেলিভারী, বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। কিন্তু পর্যাপ্ত ওষধ না থাকায় অনেকেই এখানে সেবা নিতে এসে ফিরে যায়। ডাক্তাররা জানান, আগে এখানে রোগীর সংখ্যা কম ছিলো। বর্তমানে রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। শিশুদেও জন্য ঠান্ডা, কাশির, জ্বরের জন্য যে সিরাপ দেয়া হয় তা প্রযোজনের তুলনায় অনেক কম। এদিকে গর্ভবর্তী মায়ের সেবার জন্য যে ঔষদ দেয়া হয় তা দিয়ে ২দিনও চলে না বলে কতব্যরত ডাক্তার জানান। তাছাড়া সুমিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটির সাথে সিদ্ধিরগঞ্জ থানা থাকায় লোকজন এখানে আসে না। থানার সামনে যত তত গাড়ী রেখে রাস্তা দখল কওে রাখায় একটি জরুরী রোগেী সহজেই গাড়ী নিয়ে ভিতওে পৌছনে পাওে না। রাস্তায় ফেলে রাখা অকেজো গাড়ীগুলো সরিয়ে ফেলার জন্য কতৃপক্ষ কয়েকবার থানার কর্মকর্তাকে অবহিত করলেও তিনি সেদিকে কোন কর্ণপাত করছেন না। তাই অবহেলীত এই সুমিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি পুনরায় বাচিয়ে তুলতে সিভিল সার্জনের পাশাপাশি যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কর্তব্যরত ডাক্তারগন।##