বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল বলেছেন, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হউক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। আমরা চাই কাশিপুরকে সন্ত্রাস, মাদকমুক্ত সুন্দর একটি সমাজ উপহার দিতে। আমাদের সুন্দর সমাজকে সন্ত্রাস আর মাদক ব্যবসা করে যারাই নষ্ট করার চেষ্টা করছে তারা সমাজের শত্রু। তাই সমাজের শত্রুদের সমাজ থেকে বিতারিত করতে হবে।
শুক্রবার বিকালে কাশিপুর শান্তিনগরে এলাকাবাসীর উদ্যোগে শামীম ওসমানের নির্দেশ চাই মাদক মুক্ত পরিবেশ এ শ্লোগানে মাদক সন্ত্রাস, নারী উত্ত্যক্তকারী ও জঙ্গিবাদ বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিটি সমাজে অপরাধীর সংখ্যা সামান্য, আর ভাল লোকের সংখ্যাই অনেক বেশি। তাই আমাদের সমাজের পরিবেশ সুন্দর রাখতে ও শান্তিপূর্ন ভাবে বসবাসের নিশ্চিত করতে সমাজের ভাল লোকদের ঐক্যবদ্ধ হতে হবে। যাতে করে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীরা এলাকায় প্রভাব বিস্তার করতে না পারে। এখন থেকেই সবাইকে সোচ্চার হতে হবে। মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে।
সাইফউল্লাহ বাদল আরো বলেন, আমার নেতা এমপি শামীম ওসমানের একটি স্বপ্ন তার নির্বাচনী এলাকায় সন্ত্রাস ও মাদকমুক্ত দেখতে চায়। তিনি সন্ত্রাস, মাদকের সাথে কোন আপোষ করবে না। তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে এলাকার উন্নয়নের জোয়ারে ভেসে যাবে। রাস্তাঘাটসহ সব ধরনের উন্নয়ন হবে। আপনারা নিজ নিজ এলাকায় মাদকমুক্ত সমাজ উপহার দিয়ে শামীম ওসমানসহ আমাদের কাছ থেকে শত ভাগ উন্নয়ন বুঝে নিবেন। উন্নয়নের কথা বলবেন আর সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের শেল্টার দিবেন তা কখনো হতে পারে না। তিনি আরো বলেন, আমার কাছে অনেক অভিযোগ আসে বাড়িতে গিয়ে নাকি নারীদের উত্ত্যক্ত করে। যারাই এসব কাজ করছেন এখন থেকেই সাবধান হয়ে যান। নতুবা কারা এধরনের কর্মকান্ড করছে তাদের বাড়ি থেকে ধরে এনে কঠোর শাস্তি দেয়া হবে। আর জঙ্গিবাদদের ব্যাপারে বাড়ির মালিক সতর্ক হতে হবে। বাসা ভাড়া দেয়ার আগে সব কিছু যাচাই বাচাই করে ভাড়াটিয়াদের বাসা ভাড়া দেয়ার আহবান করেন তিনি।
কাশিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য এমদাদুল হক খোকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল কালাম, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য শামীম আহম্মেদ, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহম্মেদ, সংরক্ষিত মহিলা মেম্বার হেলেনা আক্তার, স্থানীয় সমাজ সেবক এসএম মোক্তার, ডালিম, ইসলাক হোসেন প্রমুখ।
সভায় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেণ কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোক্তার হোসেন, সমাজ সেবক বদিউজ্জামান বদু, যুবলীগ নেতা আমির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। , সমাজ সেবক বদিউজ্জামান বদু, যুবলীগ নেতা আমির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।